জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। আজ এই সংক্রান্ত সকল তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এ সংক্রান্ত একটি ভিডিও ও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আশা করি সকলেই উপকৃত হবে।
১। প্রশ্নঃ ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক, না দিলে কোন সমস্যা হবে কিনা?
উত্তরঃ অবশ্যই বাধ্যতামূলক, ইনকোর্স পরীক্ষা না দিলে তুমি ফর্ম ফিলআপ করতে পারবা না। তাছাড়া ইনকোর্স এর মার্ক ২০ এবং বোর্ড পরীক্ষার মার্ক ৮০। এই দুইটা মিলে পাস না করলে বোর্ড পরীক্ষায় তোমার ফেল আসবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সার্ভিস একটি অ্যাপে । এখনই ইনস্টল করে নাও। আর অ্যাপের নোটিফিকেশন অ্যালাও করে দিতে ভুল করবে না। ইনস্টল করো।
২। প্রশ্নঃ ইনকোর্স এ কত পেলে পাস হবে?
উত্তরঃ বর্তমান নিয়মে লিখিত এবং ইনকোর্স , দুটো মিলেই পাশ হয়। আলাদা ভাবে পাশ মার্ক নেই।
৩। প্রশ্নঃ নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ না, তবে ইনকোর্স পরীক্ষায় নূন্যতম উপস্থিতির ০৫ মার্ক পেতেই হবে। নির্বাচনী পরীক্ষা টা হচ্ছে তুমি কেমন পড়াশোনা করেছ সেটা এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা। ওই নাম্বার বোর্ডে যোগ হবে না, কিন্তু ইনকোর্স এর নাম্বার বোর্ডে যোগ হবে। সুতরাং ইনকোর্স পরীক্ষা টাই ভালোভাবে দিতে হবে।
৪। প্রশ্নঃ চারটা ইনকোর্স দিয়ে আর দুইটা যদি না দেই, তাহলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ সেটা ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথা বলতে হবে। তবে কেউ যদি একটা ইনকোর্স পরীক্ষাও না দেয়, তাহলে তার ফর্ম ফিলআপ হবে না। ওই ফর্ম ফিলআপের দিন বিভাগে বসে তাকে আগে ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর ফর্ম ফিলআপ করা লাগবে।
৫। প্রশ্নঃ ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার জন্য কি কি পড়বো?
উত্তরঃ বিগত ৪-৫ সালের প্রশ্ন ভালোভাবে পড়লেই হবে। এর ভেতরেই কমন পাবে। ইনকোর্স নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই।
সকল ডিপার্টমেন্টের সকল বিভাগের শর্ট সাজেশন এবং বিভিন্ন কোর্সে জয়েন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করে রাখো।