Image depicting effective NU Suggestion tips for preparing and succeeding in National University exams.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বাড়ল | NU Masters Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বাড়ল | NU Masters Notice

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বাড়ল!

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ সুসংবাদ! ২০২১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল নিয়ে যারা অসন্তুষ্ট, তাদের জন্য আবারো সুযোগ করে দেওয়া হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

কখন থেকে কখন পর্যন্ত আবেদন করা যাবে?

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২৪ (রবিবার) সকাল ১০:০০ টা
আবেদন শেষ: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (রবিবার)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন

কিভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ ICTUnit/Re_scruting.aspx এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
পে-স্লিপ ডাউনলোড: ফরম পূরণ করার পর পে-স্লিপ ডাউনলোড করতে হবে।
টাকা জমা: পে-স্লিপ নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখায় গিয়ে নির্ধারিত ফি জমা দিতে হবে। অথবা, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট), বিভিন্ন ধরনের কার্ড (VISA, MasterCard ইত্যাদি) অথবা সোনালী ব্যাংকের হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করেও জমা দিতে পারবেন।

কত টাকা ফি?
প্রতিটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

মনে রাখবেন:

নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন এবং টাকা জমা দিতে হবে।
অন্য কোন ফরমে টাকা জমা দিলে কোন দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেবে না।
আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

যোগাযোগ:

মেজবাহ উদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
ফোন: ০২৯৯৬৬৯১৫১৭
ই-মেইল: controller@nu.ac.bd

বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন। আশা করি, এই তথ্যটি আপনাদের জন্য উপকারী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.