Article
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৩ সালের বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) দ্বিতীয় বর্ষ, ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online-এ সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে।গত ১১/০৯/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
National University অনার্স, মাস্টার্স, ডিগ্রীর সকল বর্ষ ও সকল বিভাগের সাজেশন্স পেতে এখনই ক্লিক করুন।
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমা করার তারিখ নিম্নরূপ:
(ক) পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ: ১২/০৯/২০২৪ হতে ২২/০৯/২০২৪ পর্যন্ত
(খ) শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ: ২৩/০৯/২০২৪
(গ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক): ২৪/০৯/২০২৪ ও ২৫/০৯/২০২৪
(ঘ) সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক): ২৬/০৯/২০২৪ ও ২৯/০৯/২০২৪
(ঙ) Pay Slip, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ: ৩০/০৯/২০২৪
বিঃদ্র: পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তির নিয়মাবলী ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তির লিংক :-
https://www.nu.ac.bd/uploads/notices/notice_11126_pub_date_12092024.pdf