Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 1st Year Economics Department Subject Basic Microeconomics (subject code: 212201) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.
You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য – ২০২৪/২৫)]
Subject Code : 212201
Subject Name: Basic Micro Economics
মৌলিক ব্যষ্টিক অর্থনীতি
অধ্যায় ০১ ভূমিকা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ব্যষ্টিক মডেল কী? [জা.বি. ২০১৯]
উত্তর : কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যখন গাণিতিক বা রেখাচিত্রের মাধ্যমে ব্যষ্টিক চলকসমূহের মধ্যে সম্পর্ক দেখানো হয় এবং তা থেকে নীতিগত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন সেই সম্পর্কিত রূপায়নকে ব্যষ্টিক মডেল বলে।
২. সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে? [জা.বি. ২০১২]
উত্তর : সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলা হয়।
৩. অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বোঝায়? [জা.বি. ২০১৩, ২০১৯]
উত্তর : অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপবিহীন মুক্তবাজার প্রক্রিয়াকে বুঝায় ।
৪. সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়? [জা.বি. ২০১৯]
উত্তর : সমাজে সম্পদের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার কারণে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়।
৫. মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি? [জা.বি. ২০১১, ২০১৭]
অথবা, অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি?
উত্তর : অর্থনীতির মৌলিক সমস্যা ৩টি। যথা- ১. কি কি উৎপাদন করতে হবে; ২. কিভাবে উৎপাদন করতে হবে; ৩. কার জন্য উৎপাদন করতে হবে।
৬. অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা? [জা.বি. ২০১২, ২০১৫, ২০১৮]
উত্তর : অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হলো- (ক) ব্যক্তি বা পরিবার, (খ) ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান এবং (গ) সরকার।
৭. এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম কি? [জা.বি. ২০১২, ২০১৫]
উত্তর : “An Enquiry into the Nature and Causes of the Wealth of Nation.”
তথ্য সূত্র : এম. এ. রহমান – পৃষ্ঠা. ৫।
৮. রবিলের সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য কি? [জা.বি. ২০১৬]
উত্তর : অর্থনীতির সংজ্ঞায় এল. রবিন্স অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টি উল্লেখ করেছেন।
৯. দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবারসমূহ ফার্মগুলোকে কি সরবরাহ করে?
[জা.বি. ২০১৬]
উত্তর : দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিবারসমূহ ফার্মগুলোকে শ্রম সরবরাহ করে।
১০. অর্থনৈতিক ব্যবস্থা কি? [জা.বি. ২০১৬]
উত্তর : মানুষ যে প্রতিষ্ঠানগত কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলি পরিচালনা করে, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০১৯; ঢা.বি. (অধিভূক্ত) ২০১৯]
২. অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যা বলতে কী
[জা.বি. ২০১০, ২০১৫, ২০১৯; ঢা.বি. (অধিভূক্ত) ২০১৮]
অথবা, দুষ্প্রাপ্যতা, পছন্দ ও নির্বাচনের সমস্যা বলতে কি বুঝ?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. (ক) সম্পদের সীমাবদ্ধতা থাকায় সমাজকে কি কি সিদ্ধান্ত নিতে হয়?
[জা.বি. ২০১৬]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০২ চাহিদা ও যোগান
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?
[জা.বি. ২০১৪]
উত্তর : মাছের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদা বৃদ্ধি পাবে।
২. চা ও কফি কি ধরনের দ্রব্য। [জা.বি. ২০১২]
উত্তর : চা ও কফি পরিবর্তক বা বিকল্প দ্রব্য।
৩. নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? [জা.বি. ২০১১, ২০১৪, ২০১৭; ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
অথবা, নিকৃষ্ট দ্রব্য/পণ্য কী?
উত্তর : যেসব দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে দ্রব্যের চাহিদা হ্রাস পায় এবং আয়
কমলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলে ।
৪. চাহিদা সমীকরণ Qd = a – bp তে a ও b বলতে কি বুঝায়?
[জা.বি. ২০১৫, ২০১৯]
উত্তর : a ও b হলো দুটি পরামিতি। এক্ষেত্রে a হলো চাহিদা রেখার ভূমি অক্ষের ছেদক এবং b এই রেখার ঢালের বিপরীত মান নির্দেশ করে।
৫. যোগান বিধি কি? [জা.বি. ২০১৫]
উত্তর : সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম ও যোগানের এ সম্পর্ককে যোগান বিধি বলে।
৬. ভোক্তার উদ্বৃত্ত কি? [জা.বি. ২০১২, ২০১৯; ঢা.বি. (অধিভুক্ত) ২০১৮]
উত্তর : কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য বেশি দাম দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যা। ঐ ব্যক্তি দ্রব্যটি অপেক্ষাকৃত কম দামে ক্রয় করতে পারে তখন সে যে সুবিধা ভোগ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. চাহিদার নির্ধারকসমূহ কি?
অথবা, চাহিদা কি বিষয়ের উপর নির্ভর করে?
[জা.বি. ২০১৬: ঢা.বি. (অধিভুক্ত) ২০১৮]
২. নিম্নের চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অংকন কর।
[জা.বি. ২০১২, ২০১৭]
Qd = 10 – 2P;যেখানে Qd =চাহিদার পরিমাণ এবং P = দাম।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. চাহিদার ‘সংকোচন-প্রসারণ’ চিত্রসহ ব্যাখ্যা কর।
[জা.বি. ২০০৭, ২০১০, ২০১২, ২০১৮]
অথবা, চাহিদার সংকোচন-প্রসারণ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর ।
২. চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে বাজার ভারসাম্য নির্ধারিত হয় তা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
[জা.বি. ২০০০, ২০০৮, ২০১৯, ঢা.বি. (অধিভুক্ত) ২০১৮]
অথবা, চাহিদা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য দেখাও।
অধ্যায় ০৩ চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? [জা.বি. ২০১৬]
উত্তর : কোন দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে ।
২. চাহিদার আয় স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লিখ। [জা.বি. ২০১৭, ২০১৯]
উত্তর : চাহিদার আয় স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি হলো, Ey
এখানে, Ey = চাহিদার আয় স্থিতিস্থাপকতা
AQ = চাহিদার পরিবর্তনের পরিমাপ
AY = আয়ের পরিবর্তনের পরিমাণ
y = প্রাথমিক আয়
Q = প্রাথমিক চাহিদা।
৩. চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
[জা.বি. ২০১০, ২০১২; ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
উত্তর : চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি হলো- ।
৪. স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে কয় ভাগে ভাগ করা যায়?
[জা.বি. ২০১০, ২০১২]
উত্তর : স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- (ক) স্থিতিস্থাপক চাহিদা ও (খ) অস্থিতিস্থাপক চাহিদা।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. চাহিদা রেখার ঢাল ও দাম স্থিতিস্থাপকতার পার্থক্য কি? [জা.বি. ২০১৬]
২. একটি সরল চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ
কর।
[জ.বি. ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা বিভিন্ন হয় কেন?
[জা.বি. ২০১১, ২০১৬, ২০১৯]
অথবা, সরলরৈখিক চাহিদার রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা ভিন্ন হয় কেন?
অধ্যায় ০৪ উপযোগ বিশ্লেষণ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. প্রান্তিক উপযোগ কী? [জা.বি. ২০১১ ঢা. বি. (অধিভুক্ত) ২০১৭]
উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
২. পরিমাণগত উপযোগ ধারণার প্রবক্তা কে? [জা.বি. ২০১২]
অথবা, পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে?
উত্তর : পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা অধ্যাপক মার্শাল ।
তথ্য সূত্র : এম.এ. রহমান-পৃষ্ঠা. ২২৪।
৩. ভোক্তা কেন দ্রব্য ক্রয় করে? [জা.বি. ২০১৬]
উত্তর : ভোক্তা তার অভাব পূরণের জন্যে দ্রব্য ক্রয় করে।
৪. ক্রমবাচক উপযোগ কি? [জা.বি. ২০১৩, ২০১৮]
অথবা, পর্যায়গত উপযোগ কাকে বলে?
উত্তর : উপযোগকে ১ম, ২য়, ৩য় ইত্যাদি এরকম সংখ্যা দ্বারা পরিমাপ করা হলে তাকে ক্রমবাচক উপযোগ বলে।
৫. হীরাপানি ধাঁধা বলতে কি বুঝ? [জা.বি. ২০১৯]
অথবা, মূল্যের আপাত বিরোধ কী?
উত্তর : চাহিদা উপযোগের উপর নির্ভরশীল। যে দ্রব্যের উপযোগ বেশি তার দাম বেশি হওয়ার কথা। কিন্তু পানির প্রয়োজনীয়তা বেশি তাই এর দাম বেশি হওয়ার কথা এবং হীরার প্রয়োজনীয়তা কম এর দাম কম হওয়ার কথা । কিন্তু বাস্তবে হীরার দাম বেশি পানির দাম কম। অতএব দ্রব্যের মূল্য নির্ধারণের বিষয়টি মোট উপযোগের উপর নির্ভর করে না নির্ভর করে প্রান্তিক উপযোগের পরিমাণের উপর। আর এটিই হলো হীরা ও পানির দামের অসামঞ্জস্যতা বা মূল্যের আপাত বিরোধ ।
৬. নিরপেক্ষ মানচিত্র কি? [জা.বি. ২০১৯]
উত্তর : দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতকগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয় ।
৭. প্রান্তিক বিকল্পন হার (MRS) কি? [জা.বি. ২০১৩, ২০১৮]
অথবা, MRS কি?
উত্তর : দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে।
৮. বাজেট রেখার ঢাল কী নির্দেশ করে। [জা.বি. ২০১৮]
উত্তর : বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত নির্দেশ করে ।
৯. আয় ভোগ রেখা কি? [জা.বি. ২০১৫]
অথবা, ICC কি?
উত্তর : আয়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত উপযোগ সর্বোচ্চকারী সংমিশ্রণের সম্পর্ক যে
রেখার দ্বারা দেখানো হয় তাকে ICC বা আয় ভোগ রেখা বলে ।
১০. ভোক্তার ভারসাম্যের একটি শর্ত উল্লেখ কর। [জা.বি. ২০১৪]
উত্তর : ভোক্তার ভারসাম্যের একটি শর্ত হলো- প্রয়োজনীয় শর্ত : ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করবে।
১১. উপযোগ দাম ও বাজার দামের পার্থক্যকে কি বলা হয়? [জা.বি. ২০১৪]
উত্তর : উপযোগ দাম ও বাজার দামের পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বা Consumers Surplus বলে।
১২. ভোক্তার সীমাবদ্ধতা কি? [জা.বি. ২০১০]
উত্তর : ভোক্তার সীমাবদ্ধতা হচ্ছে দ্রব্যের দাম এবং ভোক্তার আয়।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. (খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হতে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় ।
[জা.বি. ২০১৯]
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।