জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ অর্থনীতি বিভাগ শর্ট সাজেশন্স
Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 1st Year Economics Department Subject Basic Macroeconomics (subject code: 212203) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.
You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩; অনুষ্ঠিতব্য ২০২৪/২৫]
Subject Code : 212203
Subject Name: Basic Macro Economics
মৌলিক সামষ্টিক অর্থনীতি
অধ্যায় ০১ ভূমিকা
ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. উদ্বৃত্ত বাজেট কী? [জা.বি. ২০১১]
উত্তর : কোন নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের পরিকল্পিত ব্যয় অপেক্ষা প্রত্যাশিত আয়ের পরিমাণ অধিক হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলা হয়।
২. সামষ্টিক অর্থনৈতিক মডেল কি?
উত্তর : সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক একসেট সমীকরণ ও চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলা হয়।
৩. ঘাটতি বাজেট কাকে বলে? [জা.বি. ২০১২]
উত্তর : সরকারের আয় থেকে ব্যয় বেশি হওয়াকে ঘাটতি বাজেট বলে।
৪. Laissez faire অর্থনীতি বলতে কি বুঝ? [জা.বি. ২০১২]
অথবা, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে কি বুঝ?
উত্তর : যে মতবাদে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে সমাজের অন্যান্য উপাদানকে গৌণ হিসেবে দেখা হয় তাকে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলে।
৫. মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহের প্রবিষ্ঠকরণ ও বহির্গমনীয় চলকগুলো কি? [জা. বি. ২০১০]
উত্তর : প্রবিষ্ঠকরণ চলকগুলো হল I, G. X (বিনিয়োগ, সরকারি ব্যয়, রপ্তানি) এবং বহির্গমনীয় চলকগুলো হল S. T. M (সঞ্চয়, কর, আমদানি)।
৬. J. M. Keynes এর বিখ্যাত গ্রন্থটির নাম কি? [জা.বি. ২০১৩]
উত্তর : J. M. Keynes-এর বিখ্যাত গ্রন্থটির নাম “The General Theory of Employment, Interest and Money” যা ১৯৩৬ সালে প্রকাশিত।
৭. মাথাপিছু আয় কী? [জা.বি. ২০১১, ২০১৫]
উত্তর : কোন দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
৮. সামগ্রিক চাহিদার উপাদান কয়টি? [জা.বি. ২০১৮]
উত্তর : সামগ্রিক চাহিদার উপাদান পাঁচটি। যথা- C = ভোগব্যয়, I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়, X = রপ্তানি ব্যবধান ও M = আমদানি ব্যবধান।
৯. চূড়ান্ত দ্রব্য কি? [জা.বি. ২০১১, ২০১৫]
উত্তর : চূড়ান্ত দ্রব্য বলতে সেই দ্রব্যকে বুঝায় যা সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. সামষ্টিক অর্থনীতি কি? [জা.বি. ২০১৪, ২০১৭]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. বেকারত্বের স্বাভাবিক হার এবং ঘর্ষণজনিত বেকারত্ব ধারণা দু’টি ব্যাখ্যা কর।
অথবা, বেকারত্বের স্বাভাবিক হার এবং ঘর্ষণজনিত বেকারত্ব ধারণা দু’টি আলোচনা কর।
[জা.বি. ২০১৩]
২. সম্ভাবনাময় GNP এবং বাস্তব GNP এর মধ্যে পার্থক্য তুলে ধর।
[জা.বি. ২০১১, ২০১৪, ২০১৭]
অথবা, সম্ভাবনাময় GNP ও বাস্তব GNP এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০২ জাতীয় আয় হিসাব
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. জাতীয় আয় কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।
২. GNP Gap বা ব্যবধান কাকে বলে? [জা.বি. ২০১৩, ২০১৬, ২০১৮]
উত্তর : সম্ভাব্য GNP এবং বাস্তব GNP-এর ব্যবধানকে GNP Gap/ব্যবধান বলা হয় ৷
৩. মোট দেশজ উৎপাদন (GDP) কি? [জা.বি. ২০১৩]
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।
৪. NEW এর পূর্ণরূপ কি? [জা.বি. ২০১২, ২০১৬, ২০১৮]
উত্তর : NEW এর পূর্ণরূপ হলো Net Economic Welfare.
৫. ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?
অথবা, ব্যয়যোগ্য আয় কী? [জা.বি. ২০১২, ২০১৬]
উত্তর : ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে
অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
৬. GDP Deflator (ডিফ্লেক্টর) কি? [জা.বি. ২০১৯]
অথবা, GDP অবমূল্যায়ক কি?
উত্তর : আর্থিক GDP-কে প্রকৃত GDP দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে GDP অবমূল্যায়ক বা ডিফ্লেক্টর বলা হয় ।
৭. CPI-এর পূর্ণরূপ লিখ। [জা.বি. ২০১২]
উত্তর : CPI-এর পূর্ণরূপ Consumer’s Price Index.
৮. CCA-এর পূর্ণরূপ কি? [জা.বি. ২০১২, ২০১৫]
উত্তর : CCA-এর পূর্ণরূপ হলো Capital Consumption Allowance.
৯. নিট অর্থনৈতিক কল্যাণ (NEW) কি? [জা.বি. ২০১০]
উত্তর : নিট অর্থনৈতিক কল্যাণ বলতে কোনো দেশের জনগণ অর্থনৈতিক ক্ষেত্রে যে নিট সুবিধা ভোগ করে তার পরিমাণকে বুঝায় ।
১০. ব্যক্তিগত আয় হতে ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়?
[জা.বি. ২০১০, ২০১৪, ২০১৫]
উত্তর : ব্যক্তিগত আয় হতে প্রত্যক্ষ কর ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. জাতীয় আয়ের সংজ্ঞা দাও ।
[জা. বি. ২০০৩, ২০০৪, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৭]
অথবা, জাতীয় আয় কি?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১১, ২০১৫, ২০১৭: ঢা.বি. (অধিভুক্ত) ২০১৮]
অথবা, চারখাত বিশিষ্ট সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর ।
অধ্যায় ০৩ ভোগ ও সঞ্চয় অপেক্ষক
ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ভোগ অপেক্ষক, C = 50 + 0.7Y হলে সঞ্চয় অপেক্ষক বের কর। [জা.বি. ২০১৮]
উত্তর : Y = C + S
বা, S = Y – C
বা, S = Y – 50 – 0.7Y
বা, S = – 50 + 0.3Y
২. APC ও MPC এর দুটো পার্থক্য লিখ। [জা.বি. ২০১২]
উত্তর : APC = কিন্তু MPC = । স্বল্পকালে APC বেশি হয় কিন্তু MPC স্থির থাকে।
৩. প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) কি? [জা.বি. ২০১৬]
উত্তর : আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয়।
৪. APS = 0.7 হলে APC এর মান কত? [জা.বি. ২০১৬]
উত্তর : APC + APS = 1
⇒ APC = 1 – APS
= 1 – 0.7
= 0.3
৫. MPC = 1 হলে MPS এর মান কত? [জা.বি. ২০১২]
উত্তর : MPC = 1 হলে MPS = 0 কারণ MPC + MPS = 1.
৬. MPS-এর সংজ্ঞা দাও। [জা.বি. ২০১৪, ২০১৯]
অথবা, প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি?
উত্তর : আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে পরিবর্তন হয় এই দু’য়ের অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) বলে ।
৭. MPC + MPS = কত? [জা.বি. ২০১১, ২০১৫]
উত্তর : MPC + MPS = 1
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ভোগ ব্যয়ের নির্ধারকসমূহ কি কি?
অথবা, ভোগের নির্ধারকসমূহ লিখ । [জা.বি. ২০১১, ২০১৩, ২০১৭]
অথবা, ভোগ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
২. C = a + by এ সমীকরণে ‘a’ এবং ‘b’-এর অর্থনৈতিক ব্যাখ্যা ও তাৎপর্য উল্লোখ কর।
অথবা, ভোগ আপেক্ষক C = a + by এর অনুরূপ সঞ্চয় অপেক্ষকটি নির্ণয় কর এবং প্রাপ্ত আপেক্ষকের ছেদক ও ঢালের অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।
[জা.বি. ২০০৬, ২০১০, ২০১০, ২০১৯]
অধ্যায় ০৪ বিনিয়োগ অপেক্ষক
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. বিনিয়োগ কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে উৎপাদনশীল, আয় সৃষ্টিকারী বা কল্যাণ সৃষ্টিকারী কোনো প্রকল্পে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে ।
২. ইনভেনটরী বিনিয়োগ কি? [জা.বি. ২০১০, ২০১৯]
উত্তর : অবিক্রিত পণ্যের মজুত বা ভাণ্ডারকে বলা হয় ইনভেনটরি । আর ইনভেনটরি গড়ে তোলার জন্য যে অর্থ খরচ হয়, তাকে বলা হয় ইনভেনটরি বিনিয়োগ ।
৩. MEI-এর পূর্ণরূপ কি? [জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৯]
উত্তর : MEI-এর পূর্ণরূপ হলো- Marginal Efficiency of Investment.
৪. মূলধন ও বিনিয়োগের মধ্যে একটি স্টক ধারণা হলে অন্যটি কি? [জা.বি. ২০১০]
উত্তর : মূলধন ও বিনিয়োগের মধ্যে একটি স্টক ধারণা হলে অন্যটি প্রবাহ ধারণা।
৫. বিনিয়োগের মোট বর্তমান মূল্য (TPV) নির্ণয়ের সূত্রটি লিখ।
[জা.বি. ২০১৫, ২০১৭]
উত্তর : TPV = + + ……. ।
৬. IRR বা আন্তঃআয় হার কাকে বলে? [জা.বি. ২০১৩, ২০১৮]
উত্তর : কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হল IRR বা মূলধনের আন্তঃআয় হার।
৭. MPC = 0.6 হলে, বিনিয়োগের গুণকের মান কত? [জা.বি. ২০১৪, ২০১৮]
উত্তর : K = = = = 2.5
- ভোগ অপেক্ষক C = 50 + 0.5Y হলে গুণকের মান কত? [জা.বি. ২০১৬]
উত্তর : K = = = = 2
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগ ধারণা দুটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৯]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. স্বয়ম্ভূত ও প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখ।
[জা.বি. ২০১০, ২০১৪, ২০১৬: ঢা.বি. (অধিভুক্ত) ২০১৮]
২. বর্তমান মূল্য পদ্ধতি কী? [জা.বি. ২০১৮]
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।
Download our mobile application