Image depicting effective NU Suggestion tips for preparing and succeeding in National University exams.

Honours 1st year Marketing Department short suggestion 2023

Honours 1st year suggestion 2023

অনার্স ১ম বর্ষের কম্পিউটার পরিচিতি বিষয়ের চূড়ান্ত শর্ট সাজেশন্স ২০২৩

বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ  সেগুলোই এই সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।

মার্কেটিং বিভাগ 

কম্পিউটার পরিচিতি

 

 

প্রাথমিক ধারণা

ক বিভাগ

 ১) আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়?

অথবা, আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তর : আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান।

২।  প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

উত্তর : প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো- Eletro Numerical Integrator And Computer (ENIAC)

৩। PDA কি?

উত্তর : পিডিএ এর পুরো নাম হলো: Personal Digital Assistants। পিডিএ এক ধরনের বিশেষ মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার।

৪.  4GL কি?

উত্তর : কম্পিউটার সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL বলা হয়।

৫। VLSI কি?

অথবা, VLSI এর পূর্ণরূপ লিখ।

উত্তর: VLSI এর পূর্ণরূপ হলো- Very Large Scale Integration

৬। CPU-এর পূর্ণরূপ কি?

উত্তর : CPU-এর পূর্ণরূপ হলো Central Processing

অথবা, ALU কি?

উত্তর : ALU -এর কাজ হলো গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা।

 

খ বিভাগ

প্রশ্ন:: কম্পিউটারের সংগঠন কি?

অথবা, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (Central Processing unit বা CPU) এর সংজ্ঞা দাও।

প্রশ্ন:: এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য আলোচনা কর।

 

গ বিভাগ

প্রশ্ন:: কম্পিউটার বলতে কি বুঝ?

অথবা, কম্পিউটার কাকে বলে?

অথবা, কম্পিউটার কি?

প্রশ্ন:: বিভিন্ন প্রজন্মের কম্পিউটারে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখ।

 অথবা, বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের লক্ষ্যগুণে আলোচনা কর।

 

প্রশ্ন:: কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর।

অথবা, কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

 অথবা, কম্পিউটারের কি কি বিশেষত্ব আছে?

 

কম্পিউটার হার্ডওয়্যার : ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার

ক বিভাগ

 

 ১।  ইনপুট ডিভাইস বা হার্ডওয়্যার কী?

উত্তর : কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য ইনপুট ইউনিটে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে ইনপুট হার্ডওয়্যার বলে।

২। BIOS-এর পূর্ণরূপ লিখ।

উত্তর : BIOS-এর পূর্ণরূপ হলো- Basic Input Output System. 

৩)  স্ক্যানার কি?

উত্তর : যার সাহায্যে ছবি, রেখা, লেখা ইত্যাদি সরাসরিভাবে কম্পিউটারে প্রেরণ করা যায় তাকে স্ক্যানার বলে।

৪.  রেজিস্টার কি?

উত্তর : কম্পিউটারের যে স্মৃতি সিপিইউ-এর সাথে সরাসরি যুক্ত এবং যাতে সাময়িকভাবে তথ্য মজুত করা যায় তাকে রেজিস্টার বলা হয়।

 

খ বিভাগ

প্রশ্ন::   ইমপ্যাক্ট প্রিন্টার ও নন-ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ।

প্রশ্ন::   ইনপুট ডিভাইস বলতে কি বুঝ?

 অথবা, ইনপুট ডিভাইস কি?

প্রশ্ন::   আউটপুট ডিভাইস বলতে কি বুঝ?

অথবা, আউটপুট ডিভাইস কি?

প্রশ্ন::   চারটি ইনপুট ডিভাইস ও চারটি আউটপুট ডিভাইস এর নাম লিখ।

 

গ বিভাগ

প্রশ্ন:: স্ক্যানার (SCANER), ও সি আর (OCR) ও এম আর (OMR), এম আই সি আর (MICR) সম্পর্কে লিখ?

প্রশ্ন::  কম্পিউটার বাস বলতে কি বুঝ?

অথবা, কম্পিউটার বাস কি?

প্রশ্ন::  কম্পিউটার হার্ডওয়্যার কি?

অথবা, হার্ডওয়্যার বলতে কি বুঝ?

প্রশ্ন::  কম্পিউটার হার্ডওয়্যারের শ্রেণিবিভাগ আলোচনা লিখ।

 অথবা, কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ আলোচনা কর। 

 

এখানে আমরা শুধুমাত্র ১ম অধ্যায় এর সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01580892241(হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)। 

এআর রাশেদ

বিবিএ, এমবিএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খবর সবার আগে জানতে Zanobd.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন,  (YouTube Channel) । আমাদের ফেসবুক স্টাডি গ্রুপে জয়েন করুন (Facebook Group)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.