Image depicting effective NU Suggestion tips for preparing and succeeding in National University exams.

Honours 1st year political science special short suggestion 2023

অনার্স ১ম বর্ষের পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বিষয়ের চূড়ান্ত শর্ট সাজেশন্স ২০২৩

বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ  সেগুলোই এই সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।

 

বিষয়: পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা

 

ক-বিভাগ

1.রাষ্ট্রচিন্তার জন্ম কোথায়?

উত্তর : প্রাচীন গ্রিসে, তবে ভারতবর্ষেও রাষ্ট্রচিন্তার উদ্ভব হয়েছিল বলে জানা যায় ।

2.এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

উত্তর : Assembly or Ecclesia (নগর সভা বা এক্লেসিয়া)।

3.প্লেটোর পুরো নাম কি?

অথবা, প্লেটোর প্রকৃত নাম কি?

উত্তর : প্লেটোর পুরো নাম এরিস্টোক্লেস (Aristocles)।

4.প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লিখ।

উত্তর : The Republic.

5.সক্রেটিস কে ছিলেন?

উত্তর : নৈতিক দার্শনিক।

6.সক্রেটিসের দর্শনের মূল কথা কী ছিল?

উত্তর : Know Thyself.

7.রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

অথবা, কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?

 উত্তর : এরিস্টটল।

8.’The Politics’- গ্রন্থের রচয়িতা কে?

অথবা, “The Politics’-গ্রন্থের লেখক কে?

উত্তর : এরিস্টটল।

9.The History of Rome গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : পলিবিয়াস।

10.’De Philippics’ গ্রন্থটির লেখকের নাম কি?

উত্তর : সিসেরো।

11.সিসেরোর মতে, আইনের ভিত্তি কি?

উত্তর : মুক্তি ও ন্যায়বিচার।

12.রোমান রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : রোমান রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হলো-

১. ধর্ম, নৈতিকতা ও রাজনীতি পৃথককরণ ও

২. সার্বভৌমত্বের ধারণা।

14.নেকার কয়েকটি গ্রন্থের নাম লিখ। ৯৯%

নেকার সর্বাধিক উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লিখ।

থবা, সিনেকার দুটি গ্রন্থের নাম লিখ।

উত্তর : 1. On Anger;

  1. On the Brevity of Life;
  2. On The tronquility of the Soul;
  3. On Clemency;

5.On Benefits.

  1. On a Happy Life.

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সার্ভিস একটি অ্যাপে । এখনই ইনস্টল করে নাও। আর অ্যাপের নোটিফিকেশন অ্যালাও করে দিতে ভুল করবে না।  ইনস্টল করো

 

 

খ বিভাগ

 

প্রশ্ন ১.৷ গ্রিক দর্শনের বৈশিষ্ট্য কী

অথবা, গ্রিক দর্শনের বৈশিষ্ট্যগুলো লিখ

অথবা, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ লিখ অথবা, গ্রিক দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো

প্রশ্ন২ ৷ সক্রেটিসের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর ।

অথবা, ‘সদগুণই জ্ঞান’- উক্তিটি যাচাই কর।

অথবা, সক্রেটিসের জ্ঞানতত্ত্ব কী?

 

প্রশ্ন৩। প্লেটোর আদর্শ রাষ্ট্রেরতত্ত্ব সম্পর্কে ধারণা দাও।

অথবা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের রূপরেখা বর্ণনা কর।

 অথবা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

প্রশ্ন৪। এরিস্টটলের মধ্যতন্ত্র কী?

অথবা, পলিটি বলতে কি বুঝ?

অথবা, এরিস্টটলের মধ্যতন্ত্র বলতে কী বুঝ?

 

গ বিভাগ

প্রশ্ন১। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ আলোচনা কর। গণতন্ত্র সম্পর্কে তিনি কি মনোভাব পোষণ করতেন?

অথবা, এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিন্যাস উল্লেখ কর। এরিস্টটল এর সরকারের শ্রেণি বিভাগ বর্তমান যুগে তা কতদূর প্রযোজ্য?

অথবা, এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ কর। এরিস্টটলের সরকারের শ্রেণিবিভাগ কতখানি গ্রহণযোগ্য তা লিখ।

প্রশ্ন২ ৷ স্টোয়িকবাদ কি?

অথবা, স্টোয়িকবাদ কাকে

অথবা, স্টোয়িকবাদ বলতে কি বুঝ?

অথবা, স্টোয়িকবাদের পরিচয় দাও।

প্রশ্ন৩।  রোমান রাষ্ট্রচিন্তা কি?

 অথবা, প্রাচীন রাষ্ট্রচিন্তা কাকে বলে?

প্রশ্ন৪।  পলিবিয়াসের সরকার পরিবর্তন লিখ।

অথবা, পলিবিয়াসের সরকার পরিবর্তনের স্বাভাবিক চক্র ব্যাখ্যা কর। অথবা, পলিবিয়াসের সরকার পরিবর্তন চক্র সম্পর্কে ধারণা।

প্রশ্ন৫।  রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে সিসেরোর ধারণা ব্যাখ্যা কর।

প্রশ্ন৬। সিনেকার পরিচয় দাও।

অথবা, সিনেকা কে ছিলেন?

 অথবা, সিনেকা সম্পর্কে যা জান লেখ।

এখানে আমরা শুধুমাত্র ১ম অধ্যায় এর সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01580892241(হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)। 

এআর রাশেদ

বিবিএ, এমবিএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খবর সবার আগে জানতে Zanobd.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন,  (YouTube Channel) । আমাদের ফেসবুক স্টাডি গ্রুপে জয়েন করুন (Facebook Group)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.