National University Hons 1st Year Short Suggestions Of History Department
Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 1st Year History Department Subject Political and Cultural History of Islam upto 1258 (subject code: 211509) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.
You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য ২০২৪/২৫)]
Subject Code : 211509
Subject Name : Political & Cultural
History of Islam (upto 1258)
ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (১২৫৮ খ্রি. পর্যন্ত)
অধ্যায় ০১ প্রাক-ইসলামি যুগে আরবের অন্ধকারাচ্ছন্ন অবস্থা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ‘জাজিরাতুল আরব’ বলতে কি বুঝ? [জা.বি. ২০১৭]
উত্তর : আরবদেশ তিনদিকে জল ও একদিকে স্থল দ্বারা বেষ্টিত এজন্য এটিকে জাজিরাতুল আরব বলা হয় ৷
২. ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল? [জা.বি. ২০১৬]
উত্তর : ৩৬০টি।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. উকাজ মেলা কি? [জা.বি. ২০১৫, ২০১৮]
অথবা, উকাজ মেলা সম্পর্কে যা জান লিখ।
অধ্যায় ০২ মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এবং কর্মতৎপরতা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. হিলফুল ফুজুল কত সালে প্রতিষ্ঠিত হয়? [জা.বি. ২০১৮]
উত্তর : ৫৯৫ সালে।
২. মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নাম কী? [জা.বি. ২০১২, ২০১৬]
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নাম বিবি খাদিজা (রা.)।
৩. বিবি খাদিজা (রা.) কে ছিলেন? [জা.বি. ২০১৫]
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী ছিলেন।
৪. আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত? [জা.বি. ২০১৭]
উত্তর : আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
৫. খন্দক শব্দের অর্থ কি? [জা.বি. ২০১২, ২০১৭]
উত্তর : খন্দক শব্দের অর্থ পরিখা।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. মদিনা সনদের শর্তাবলি সংক্ষেপে ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৭]
অথবা, মদিনা সনদের শর্তাবলি লিখ ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০৩ খিলাফত
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. খলিফা শব্দের অর্থ কি? [জা.বি. ২০১৫]
অথবা, ‘খলিফা’ ও ‘খিলাফাত’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খলিফা’ শব্দের অর্থ প্রতিনিধি আর ‘খিলাফত’ শব্দের অর্থ- প্রতিনিধিত্ব ।
২. মুসায়লামা কে ছিলেন? [জা.বি. ২০১২, ২০১৫]
উত্তর : হযরত আবুবকর (রা) এর সময়ের একজন ভণ্ড নবি ছিলেন মুসায়লামা ।
৩. রিদ্দা অর্থ কী? [জা.বি. ২০১৬]
উত্তর : রিদ্দা অর্থ স্ব-ধর্মত্যাগী ।
৪. ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন? [জা.বি. ২০১৫]
উত্তর: হার ওমর (র.)।
৫. ‘জুন্নুরাইন’ কার উপাধি ছিল? [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯]
অথবা, “জুন্নুরাইন” কার উপাধি?
উত্তর : হযরত ওসমান (রা.)-এর উপাধি ছিল ‘জুনুরাইন’।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ‘মজলিশ উশ-শূরা’ সম্পর্কে যা জান লিখ।
অথবা, মজলিশ উশ-শুরা বলতে কি বুঝ?
অথবা, মজলিশ উশ-শূরা কি?
২. খারিজি কারা? [জা.বি. ২০১৬, ২০১৯]
অথবা, খারিজি বলতে কি বুঝ?
অথবা, খারেজিদের পরিচয় দাও।
অধ্যায় ০৪ উমাইয়া খিলাফত
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. কোন মুসলিম খলিফা প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন?
অথবা, ইসলামের ইতিহাসে কে প্রথম রাজতন্ত্রের সূচনা করেছিলেন?
অথবা, কে রাজতন্ত্রের সূচনা করেন?
উত্তর : মুয়াবিয়া প্রথম রাজবংশ প্রতিষ্ঠা করেন।
২. কারবালা কোথায়?
উত্তর : কারবালা ইরাকে, ফোরাত নদীর অদূরে ।
৩. আরব নৌবহর গঠন করেন কে? [জা.বি. ২০১৪]
উত্তর : মুয়াবিয়া (রা.) আরব নৌবহর গঠন করেন।
৪. কাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয়?
উত্তর : ওমর-বিন-আব্দুল আজিজকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয়।
৫. হাজ্জাজ-বিন-ইউসুফ কে ছিলেন?
উত্তর : উমাইয়াদের প্রাদেশিক শাসনকর্তা
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. কারবালা ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন? [জা.বি. ২০১৬]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. খলিফা ওমর বিন আবদুল আজিজের সংস্কারসমূহ বিশ্লেষণ কর।
[জা.বি. ২০০৭, ২০১৬]
অথবা, উমর বিন আব্দুল আজিজের শাসন ও সংস্কারসমূহ আলোচনা কর।
অধ্যায় ০৫ আব্বাসীয় খিলাফত
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. “আস-সাফ্ফাহ” শব্দের অর্থ কী?
উত্তর : “আস-সাফ্ফাহ” শব্দের অর্থ রক্তপিপাসু ।
২. আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? [জা.বি. ২০১৬]
উত্তর : আবু জাফর আল-মনসুর।
৩. আল-মনসুর অর্থ কী? [জা.বি. ২০১৯]
উত্তর : আল-মনসুর অর্থ বিজয়ী।
৪. বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? [জা.বি. ২০১৫, ২০১৮]
উত্তর : বায়তুল হিকমা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন।
৫. সর্বশেষ আব্বাসীয় খলিফা কে ছিলেন?
উত্তর : সর্বশেষ আব্বাসীয় খলিফা ছিলেন মুসতাসিম বিল্লাহ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. আবু জাফর আল মনসুরের স্থাপত্য কীর্তির বিবরণ দাও। [জা.বি. ২০১১]
২. আলিফ লায়লা ওয়া লায়লার উপর একটি টীকা লিখ। [জা.বি. ২০১১]
অথবা, আলিফ লায়লা ওয়া লায়লা সম্পর্কে যা জান লিখ ।
৩. নাইসিফোরাস এর পরিচয় দাও। [জা.বি. ২০১১]
অথবা, নাইসিফোরাস কে ছিলেন?
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।