National University Hons 1st Year Short Suggestions Of Islamic History and Culture Department
Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 1st Year Islamic History and Culture Department Subject History of the Muslims (570-750, Prophet Muhammad (sm), Khulafa-i-Rashidun and the Umayyads) (subject code: 211601) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.
You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)]
Subject Code : 211601
Subject Name : History of Muslims (570-750)
[570-750, Prophet Muhammad (sm) Khuafa-i-Rashidun and the Umayyads]
মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০)
(মহানবি হযরত মুহাম্মদ (সা.), খোলাফায়ে রাশেদিন এবং উমাইয়া খিলাফত)
অধ্যায় ০১ প্রাক-ইসলামি যুগে আরবের ভৌগোলিক অবস্থান
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ‘জাজিরাতুল আরব’ অর্থ কি? [জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৮]
উত্তর : ‘জাজিরাতুল আরব’ অর্থ- আরব উপদ্বীপ ।
২. Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ কি? [জা.বি. ২০১৩]
উত্তর : হাযরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে Arabia felix বা ‘সৌভাগ্য আরব’ বলা হতো।
৩. আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত? [জা.বি. ২০১১]
উত্তর : হেজাজ প্রদেশ।
৪. আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? [জা.বি. ২০১১]
উত্তর : ‘আল-দাহনা’ ।
৫. উকাজ মেলা কি?
উত্তর : উকাজ মেলা আরবদের মক্কার কাবাগৃহকে কেন্দ্র করে অনুষ্ঠিত বার্ষিক মেলা যেখানে জুয়া খেলা, দৌড় ও কাব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো।
৬. বেদুঈন কারা? [জা.বি. ২০১৪]
উত্তর : মরুবাসী আরবদেরকে ‘বেদুঈন’ বলা হতো ।
৭. প্রাক-ইসলামি আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লিখ।
[জা.বি. ২০১২, ২০১৫, ২০১৯]
অথবা, প্রাক-ইসলামি আরবের একজন প্রসিদ্ধ কবির নাম লিখ ।
উত্তর : তিনজন প্রসিদ্ধ কবির নাম হলো : ১. ইমরুল কয়েস, ২. ইবনে কুলসুম ও ৩. আনতারা ইবনে শাদদাদ ।
৮. আল মালা কি? [জা.বি. ২০১১, ২০১৩, ২০১৯]
অথবা, মালা শব্দের অর্থ কি?
উত্তর : আল মালা হলো ইসলাম পূর্ব আরবে কুরাই গোত্রপতিদের (শেখ) নিয়ে গঠিত একটি মন্ত্রণা পরিষদ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. হানিফ সম্প্রদায় কারা? [জা.বি. ২০১১, ২০১৩, ২০১৭]
অথবা, হানিফ সম্প্রদায় সম্পর্কে একটি টীকা লিখ ৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০২ হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের আবির্ভাব
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
প্রাথমিক জীবন ও নবুওয়াত লাভ
১. হযরত মুহাম্মদ (সা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট (রবিউল আউয়াল মাসের ১২ তারিখ) রোজ সোমবার আরবের বিখ্যাত কুরাইশ বংশের হাশেমীয় গোত্রে জন্মগ্রহণ করেন।
২. মহানবি (সা.)-এর উপাধি কি ছিল? [জা.বি. ২০১১]
উত্তর : আল-আমিন ।
৩. ‘কুরাইশ’ শব্দের অর্থ কি?
উত্তর : কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক।
৪. ‘হিলফুল ফুজুল’ কত সালে প্রতিষ্ঠিত হয়? [জা.বি. ২০১২, ২০১৫, ২০১৮]
অথবা, মহানবি (সা.) কত খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল বা শাস্তি সংঘ গঠন করেন?
অথবা, হিলফুল ফুজুল কত সালে গঠিত হয়?
উত্তর : মহানবি (সা.) ৫৯৫ খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল বা শান্তিসংঘ গঠন করেন।
হিজরত
৫. মদিনার পূর্ব নাম কি? [জা.বি. ২০১০, ২০১৯]
উত্তর : মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
৬. ‘মোহাজের’ ও ‘আনসার’ কারা? [জা.বি. ২০১২]
অথবা, ‘আনসার’ কারা?
উত্তর : যে সকল মুসলমান জন্মভূমি এবং আত্মীয়- স্বজনের মায়া কাটিয়ে মক্কা হতে মদিনায়-হিজরত করেন তারা ‘মোহাজের’ এবং যারা মদিনায় আশ্রয় দিয়েছিল তারাই আনসার নামে পরিচিত।
মদিনা সনদ
৭. মদিনা সনদ কখন লিখিত হয়? [জা.বি. ২০১০, ২০১২, ২০১৬, ২০১৮]
উত্তর : ৬২৪ খ্রিস্টাব্দে।
৮. মদিনা মসজিদ কখন প্রতিষ্ঠিত হয়? [জা.বি. ২০১৩]
উত্তর : মদিনা মসজিদ প্রতিষ্ঠিত হয় ৬২২ খ্রিস্টাব্দে।
৯. উহুদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উত্তর : ৬২৫ খ্রিস্টাব্দে ২১শে মার্চ (মতান্তরে ২৩ শে মার্চ) উহুদ যুদ্ধ সংঘটিত হয়।
খন্দকের যুদ্ধ
১০. খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : খন্দকের যুদ্ধ ৬২৭ খ্রিস্টাব্দের ৩১ মার্চ সংঘটিত হয়।
১১. ‘হাজরে আসওয়াদ’ কি? [জা.বি. ২০১১, ২০১৯]
উত্তর : মক্কার কাবাগৃহে রক্ষিত কালো পাথর ।
হুদাইবিয়ার সন্ধি
১২. পবিত্র কুরআন হুদাইবিয়ার সন্ধি কি বলে অভিহিত করা হয়েছে? [জা.বি. ২০১১]
উত্তর : হুদাইবিয়ার সন্ধিকে পবিত্র কুরআন শরিফে ‘ফাতহুম মুবিন’ বা ‘মহাবিজয়’ বলে অভিহিত করা হয়েছে।
মক্কা বিজয় ও বিদায় হজ্জ
১৩. বিদায় হজ্জ্ব কখন অনুষ্ঠিত হয়? [জা.বি. ২০১১, ২০১৪]
উত্তর : ৬৩২ খ্রিস্টাব্দের ৭ মার্চ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. হিজরতের চারটি কারণ লিখ। [জা.বি. ২০১১, ২০১৯]
অধ্যায় ০৩ খোলাফায়ে রাশেদিন
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. খোলাফায়ে রাশেদিন কারা?
উত্তর : মহানবি (সা.)-এর ইন্তেকালের পর যে চার জন সাহাবি তাঁর প্রতিনিধি রূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের সর্বাধিনায়কত্ব করে গেছেন, তাঁরাই মুসলিম জাহানের ইতিহাসে ‘খোলাফায়ে রাশেদিন’।
হযরত আবুবকর (রা.)
২. ‘সিদ্দিক’ শব্দের অর্থ কি? [জা.বি. ২০১১, ২০১৭, ২০৯]
উত্তর : সত্যবাদী।
৩. মহিলাদের মধ্যে যে সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন তাঁর নাম উল্লেখ কর?
[জা.বি. ২০১১]
উত্তর : হযরত খাদিজা (রা.)।
৪. কয়েকজন ভণ্ডনবির নাম উল্লেখ কর। [জা.বি. ২০১২]
উত্তর : ভণ্ডনবি- ১. মুসায়লামা, ২. আসওয়াদ আনসি, ৩. তোলায়হা ও ৪. সাজাহ।
৫. ‘সাইফুল্লাহ’ কার উপাধি ছিল? [জা.বি. ২০১৮]
উত্তর : খালিদ বিন ওয়ালিদের।
হযরত ওমর (রা.)
৬. বায়তুলমাল কে প্রতিষ্ঠা করেন? [জা.বি. ২০১০, ২০১৯]
উত্তর : হযরত ওমর (রা.) ।
৭. হযরত ওমর (রাঃ) কখন মিশর জয় করেন? [জা.বি. ২০১২]
উত্তর : ৬৪১ খ্রিস্টাব্দে হযরত ওমর (রা.) মিশর জয় করেন।
৮. খারাজ কি?
উত্তর : অমুসলমান প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমি করকে খারাজ বলে।
হযরত ওসমান (রা.)
৯. আবু জর আল গিফারীকে কোথায় নির্বাসনে পাঠানো হয়? [জা.বি. ২০১১]
উত্তর : রাবাধা নামক স্থানে।
১০. কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের হাতে শহিদ হন? [জা.বি. ২০১১, ২০১৭]
উত্তর : হযরত ওসমান (রা.)।
হযরত আলী (রা.)
১১. ইবনে সাবা কে? [জা.বি. ২০১২]
উত্তর : গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন।
১২. উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [জা. বি. ২০১৬, ২০১৯]
অথবা, উষ্ট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : উষ্ট্রের যুদ্ধ বা জামালের যুদ্ধ ৬৫৬ সালে সংঘটিত হয়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. স্ব-ধর্মত্যাগী আন্দোলন কি? [জা.বি. ২০১১]
২. খালিদ বিন ওয়ালিদ এর পরিচয় দাও। [জা.বি. ২০১৯]
৩. উষ্ট্রের যুদ্ধ সম্বন্ধে টীকা লিখ। [জা.বি. ২০১৫]
৪. খারেজি কারা? [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮]
অথবা, খারেজিদের পরিচয় দাও।
৫. খারিজি সম্প্রদায়ের রাজনৈতিক মতবাদগুলো সংক্ষেপে লিখ। [জা.বি. ২০১৩]
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. হযরত ওসমান (রা.)-এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
[জা.বি. ২০১১, ২০১৭, ২০১৯]
অথবা, হযরত ওসমান (রা.)-এর হত্যার কারণ ও ফলাফল বর্ণনা কর ।
অধ্যায় ০৪ উমাইয়া খিলাফত (প্রাথমিক পর্ব)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা
১. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? [জা.বি. ২০১৬, ২০১৮]
উত্তর : উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।
মুয়াবিয়া (৬৬১ – ৬৮০ খ্রিস্টাব্দ)
২. মুসলমানদের ‘আলেকজান্ডার’ কাকে বলা হয়? [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৮]
অথবা, মুসলমানদের ‘আলেকজান্ডার’ কে?
উত্তর : উকবা ইবনে নাফি-কে মুসলমানদের আলেকজান্ডার বলা হয় ।
প্রথম ইয়াজিদ
৩. কত খ্রিস্টাব্দে ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন (রা.)- এর কাফেলাকে আক্রমণ করেন?
অথবা, কারবালার মর্মান্তিক ঘটনা কবে সংঘটিত হয়? [জা.বি. ২০১২, ২০১৫]
উত্তর : ৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর (৬১ হিজরীর ১০ মহররম)।
৪. কারবালা কোন নদীর তীরে অবস্থিত? [জা.বি ২০১০]
অথবা, কারবালা কোথায়?
উত্তর : ফোরাত নদীর তীরে অবস্থিত।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. কারবালার মর্মান্তিক ঘটনা ব্যাখ্যা কর। [জা.বি. ২০১৯]
২. কারবালার যুদ্ধের গুরুত্ব লিখ। [জা.বি. ২০১১]
অথবা, কারবালার যুদ্ধের তাৎপর্য বর্ণনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :
১. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার (রা.) কৃতিত্ব আলোচনা কর।
অথবা, উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়ার কৃতিত্ব বর্ণনা কর ।
[জা.বি. ২০১১, ২০১৭, ২০১৯]
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।