National University Hons 1st Year Short Suggestions Of Sociology Department
Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 1st Year Sociology Department Subject Introducing Sociology (subject code: 212009) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.
You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)]
Subject Code: 212009
Name: Introducing to Sociology
সমাজবিজ্ঞান পরিচিতি
অধ্যায় ০১ সমাজবিজ্ঞানের
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. Socius শব্দটি কোন ভাষার শব্দ? [জা.বি. ২০১০, ২০১২]
অথবা, Socius শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ল্যাটিন ভাষা থেকে এসেছে।
২. কে কত সালে Sociology শব্দটি প্রথম ব্যবহার করেন? [জা.বি. ২০১০, ২০১২, ২০১৮]
অথবা, অগাস্ট কোঁত সর্বপ্রথম কত সালে “Sociology” -শব্দটি ব্যবহার করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে Sociology শব্দটি ব্যবহার করেন।
৩. The Division of Labour is Society” গ্রন্থটি কার দেখ। [জা.বি. ২০১৬]
উত্তর: “The Division of Labour is Society” গ্রন্থটি এমিল ডুরখেইম-এর লেখা।
৪. Sociology is the science of social phenomena.” উক্তিটি কার? [জা.বি. ২০১৮]
উত্তর: সমাজবিজ্ঞানী এফ. এইচ গিডিংস এর।
৫. সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।’ -উক্তিটি কার?
[জা,বি, ২০১০, ২০১১, ২০১৯]
অথবা, “Sociology is the science of social institution.” – উক্তিটি কে করেছেন?
উত্তর: এমিল ডুর্খেইমের।
৬. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? [জা.বি. ২০১২]
অথবা, ফরাসি বিপ্লবের সময়কাল লিখ।
উত্তর: ১৭৮৯ সালে সংঘটিত হয়।
৭. ‘দি প্রিন্স’ গ্রন্থটির লেখক কে? [জা.বি. ২০১২]
উত্তর: ম্যাকিয়াভেলি।
৮. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
অথবা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে? [জা.বি. ২০১৬]
উত্তর: প্রফেসর ড. নাজমুল করিম।
৯. দৃষ্টবাদের জনক কে? [জা.বি. ২০১৪, ২০১৮]
অথবা, দৃষ্টবাদ প্রত্যয়টি কার?
উত্তর: অগাস্ট কোঁৎ।
১০. সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ” -উক্তিটি কে করেছেন? [জা.বি. ২০১৭]
উত্তর: আর.টি.সেফার।
১১. হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন?
[জা.বি. ২০১৯]
উত্তর: হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় চার ধরনের সমাজের কথা বলেছেন।
১২. ম্যাক্স ওয়েবারের প্রটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি?
[জা.বি. ২০১০]
উত্তর: The Protestant Ethics and The Spirit of Capitalism.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
১. সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর। [জা.বি. ২০১১]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০২ সংস্কৃতি, বিশ্বাস ও মূল্যবোধ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. সংস্কৃতি কী?
অথবা, সংস্কৃতি বলতে কি বুঝ?
উত্তর: সংস্কৃতি হচ্ছে আচরণের সামগ্রিক রূপ যা মানুষ কোনো সমাজের বয়োঃজ্যেষ্ঠদের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তী বংশধরদের নিকট তা অর্পণ করে।
২. বস্তুগত সংস্কৃতি কি? [জা.বি. ২০১২]
উত্তর: মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি।
৩. সংস্কৃতির ভিত্তি কি?
অথবা, সংস্কৃতির প্রধান বাহন কি? উত্তর: ভাষা।
৪. Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: Culture শব্দটি ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন প্রথম ব্যবহার করেন।
৫. কার্ল মার্কস সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন? [জা.বি. ২০১২]
অথবা, সংস্কৃতি বলতে মার্কস কী বুঝিয়েছেন?
উত্তর: কার্ল মার্কস বলেছেন সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো।
৬. সংস্কৃতির অসম অগ্রগতি’ তত্ত্বটির প্রবক্তা কে? [জা.বি. ২০১২, ২০১৮]
উত্তর: সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটির প্রবক্তা হলো- W.F. Ogburn.
৭. আদর্শ কাকে বলে? [জা.বি. ২০১১, ২০১৪]
উত্তর: আদর্শ বা Norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদণ্ড।
৮. যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়? [জা.বি. ২০১০, ২০১৭]
অথবা, ‘যান্ত্রিক সংহতি’ প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর: এমিল ডুর্খেইম-এর।
৯. সামাজিক মূল্যবোধ কী?
উত্তর: সমাজস্থ ব্যক্তিবর্গের সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, উচিৎ-অনুচিৎ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমন্বিত ধারণার আদর্শ রূপ হচ্ছে মূল্যবোধ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
১. মূল্যবোধ বলতে কি বুঝ? [জা.বি. ২০১৯]
অধ্যায় ০৩ বিশ্বায়ন, সংস্কৃতি এবং সমাজ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. বিশ্বায়ন কী?
উত্তর: বিশ্বের সকল জাতিরাষ্ট্রকে ক্রমশ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে অভিন্ন সূত্রে সমন্বিত করার এক বিশেষ প্রক্রিয়া হচ্ছে বিশ্বায়ন।
২. আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি বা আছে তা হলো সভ্যতা।”- উক্তিটি কার? [জা.বি. ২০১০]
অথবা, Culture is what we are and civilization is what we use or have’- উক্তিটি কে করেছেন?
উত্তর: ম্যাকাইভার ও পেজ।
৩. মেরুকরণ কী?
উত্তর: Led Horace-এর মতে, শুষ্ক বা অর্ধশুষ্ক অঞ্চলে মোট ক্ষয়ের বিভিন্ন রূপের সম্মিলিত প্রয়াস হচ্ছে মেরুকরণ।
৪. বিশ্বায়ন সৃষ্টির উপাদানসমূহ কী? [জা.বি. ২০১৪]
অথবা, বিশ্বায়নের দুটি উপাদান উল্লেখ কর। উত্তর: বিশ্বায়ন সৃষ্টির উপাদানসমূহ নিম্নরূপ:
(ক) তথ্য ও প্রযুক্তির বিস্ময়কর বিকাশ;
(খ) বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থার আত্মপ্রকাশ;
(গ) জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বিকাশ; ও (ঘ) গণতন্ত্রের প্রসার।
৫. সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখ। [জা.বি. ২০১০]
অথবা, সামাজিক পরিবর্তনের প্রধান পাঁচটি কারণ লিখ।
উত্তর: সামাজিক পরিবর্তনের প্রধান ৫টি কারণ হচ্ছে-
১. প্রযুক্তিগত পরিবর্তন,
২. সাংস্কৃতিক পরিবর্তন,
৩. জীবতাত্ত্বিক পরিবর্তন,
৪. অর্থনৈতিক পরিবর্তন ও
৫. রাজনৈতিক পরিবর্তন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
১. হেজিমনি’ কি? [জা.বি. ২০১৫, ২০১৭]
অথবা, আধিপত্য কাকে বলে?
অধ্যায় ০৪ নগরায়ণ এবং সামাজিক গঠন
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. নগর দারিদ্র্য কি?
উত্তর: গ্রামের লোকজন উন্নত জীবনযাপন কর্মসংস্থানের সন্ধানে শহরে আসে, ফলে শহর বা নগরের লোকসংখ্যা অধিক হারে বৃদ্ধি পায় এবং এক শ্রেণির মানুষের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকাকেই নগর দারিদ্র্য বলা হয়।
২. বস্তি কি? [জা.বি. ২০১৫]
অথবা, বস্তি কাকে বলে?
উত্তর: আর্থসামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর ও অপরিচ্ছন্নভাবে যখন কোনো ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
১. অতি নগরায়ণ কি? [ঢা.বি. (অধিভুক্ত) ২০২২। জা.বি. ২০১৫, ২০১৭]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):
১. শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যাবলি আলোচনা কর। [জা.বি. ২০১৮]
অধ্যায় ০৫ জেন্ডার/লিঙ্গ এবং সমাজ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. GATT এর পূর্ণরূপ লিখ। [জা.বি. ২০১১, ২০১৪, ২০১৬]
উত্তর: GATT-এর পূর্ণরূপ হলো- General Agreement on Tariffs and Trade.
২. GAD-এর পূর্ণরূপ লিখ। [জা.বি. ২০১৭, ২০১৯]
উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো- Gender And Development.
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।