Image depicting effective NU Suggestion tips for preparing and succeeding in National University exams.

NU Hons. 1st Year Short Suggestions | Social Work Department | 212101 Introduction to Social Work

National University Hons 1st Year Short Suggestions Of Social Work Department

Are you looking for National University Hons 1st year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 1st year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.

In this article we will discuss Approaches to the NU Hons 1st Year social work Department Subject Introduction to Social Work (subject code: 212101) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.

Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 1st year short suggestion 2024.

You can get Hons 1st year all subject suggestions in our mobile application. (Download now)

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য- ২০২৪/২৫)]

Subject Code : 212101

Subject Name : Introduction to Social Work

সমাজকর্ম পরিচিতি

 

অধ্যায় ০১ সমাজকর্মের মৌলিক ধারণাসমূহ

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. সামাজিক সমস্যা মূলত কি?                         [জা.বি. ২০১৪, ২০১৭]

    অথবা, সামাজিক সমস্যা বলতে কি বুঝ?

উত্তর : সামাজিক সমস্যা বলতে এমন এক অবাঞ্চিত প্রতিকূল, অসদাচরণ ও অনভিপ্রেত সামাজিক অবস্থাকে বা পরিস্থিতিকে বুঝায় যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।

২. গ্রিক কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?                  [জা.বি. ২০১৯]

উত্তর : গ্রিক শব্দ Problema শব্দ থেকে Problem শব্দটি এসেছে।

৩. সামাজিক নিরাপত্তার শ্রেণিবিভাগ লিখ।        [জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৯]

উত্তর : সামাজিক নিরাপত্তা ৩ ধরনের।

৪. ‘পঞ্চদৈত্য’ ধারণাটির প্রবক্তা কে?                       [জা.বি. ২০১৮]

অথবা, পঞ্চদৈত্য এর ধারণার প্রবর্তক কে?

উত্তর : স্যার উইলিয়াম ।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।

 

অধ্যায় ০২ সমাজকর্মের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক ও পার্থক্য

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. নৃ-বিজ্ঞানের উদ্ভাবক কে?

উত্তর : E. B Tylor.

২. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?                   [জা.বি. ২০১৫, ২০১৯]

    উত্তর : মনোবিজ্ঞানকে মানুষ ও প্রাণির আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়।

৩. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?                              [জা.বি. ২০১৪]

উত্তর : অধ্যাপক মার্শাল। [তথ্যসূত্র : মনোরঞ্জন দে।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।                                 [জা.বি. ২০১৫]

২. কল্যাণ অর্থনীতি কি?                                      [জা.বি. ২০১৯]

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :

১. সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।        [জা.বি. ২০১৯]

 

অধ্যায় ০৩ সমাজকর্ম প্যারাডাইম বা নমুনা

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. সমাজকর্মের তিনটি প্যারাডাইম কী?                         [জা.বি. ২০১৫]

অথবা, সমাজকর্মের মূল প্যারাডাইমগুলো কি কি?

উত্তর : ১. চিকিৎসা ব্যবস্থা, ২. বাস্তুসংস্থান ও ৩. কাঠামোগত ।

২. চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূলকথা কি?               [জা.বি. ২০১৯]

উত্তর : চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা হলো কোন কিছুর নমুনা অনুযায়ী পথ দেখানো।’

৩. প্রতিবেশ কি?                                      [জা.বি. ২০১৪, ২০১৮]

উত্তর : Ecology বা প্রতিবেশ হচ্ছে পরিবেশ ও জীবজগতের সামগ্রিক অবস্থা।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যাখ্যা কর।              [জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৯]

অথবা, ক্লিনিক্যাল সমাজকর্ম কাকে বলে?

 

অধ্যায় ০৪ সমাজকর্মের ভূমিকা : ক্রিয়াবাদী ও মার্কসীয় প্রেক্ষিত

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. মনো-সামাজিক তত্ত্বের জনক কে?

উত্তর : Sigmund Freud (সিগমও ফ্রয়েড) ।

২. কার্ল মার্কস-এর বিখ্যাত গ্রন্থের নাম কী?                           [জা.বি. ২০১৯]

উত্তর: কার্ল মার্কস-এর বিখ্যাত গ্রন্থের নাম হলো Das Capital.

৩. সমাজসেবা কী?                                                  [জা.বি. ২০১৪]

উত্তর : সমাজসেবা একটি সংগঠিত কার্যক্রম যা জাতি এবং তার পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধানে সাহায্য করার লক্ষে পরিচালিত হয়।

৪. ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য লিখ।                    [জা.বি. ২০১৮]

উত্তর : ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য হলো-

১. যান্ত্রিক সংহতি ও

২. দৈহিক সংহতি।

 

অধ্যায় ০৫ সমাজকর্মের পদ্ধতি

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. সমাজকর্মের পদ্ধতি কত প্রকার?                            [জা.বি. ২০১৮]

অথবা, সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কী কী?

উত্তর : দু’টি। যথা- ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি।

২. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?                   [জা.বি. ২০১৪, ২০১৮]

উত্তর : ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।

৩. দল সমাজকর্মের উপাদান কি কি?             [জা.বি. ২০১৪, ২০১৭, ২০১৯]

উত্তর : ৪ যথা- ১. সামাজিক দল, ২. দল সমাজ প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া ।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. সমাজকল্যাণ প্রশাসন বলতে কী বোঝ?        [জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৯]

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি :

১. সামাজিক দলে দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।

[জ.বি. ২০১৫, ২০১৯]

২. দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।   

[জা.বি. ২০১৬, ২০১৯]

ZanoBD Apps For National University Suggestions And Updates
This is official ZanoBD Apps where you find all NU Latest Updates, National University Notices, NU Suggestions, National University Board Questions, NU Solutions and Guidlelines.

 

অধ্যায় ০৬ বিভিন্ন প্রতিষ্ঠানে সমাজকর্ম অনুশীলন

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. হাসপাতাল সমাজসেবার পূর্বনাম কী?                 [জা.বি. ২০১৫, ২০১৯]

উত্তর : চিকিৎসা সমাজকর্ম।

২. কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?

[জা.বি. ২০১৫, ২০১৯]

উত্তর : কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম হলো- কিশোর উন্নয়ন কেন্দ্র।

৩. COS এর পূর্ণরূপ কি?

উত্তর: COS এর পূর্ণরূপ হলো Charity Organization Society.

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি :

১. মনোচিকিৎসা সমাজকর্ম কী?                               [জা.বি. ২০১৬, ২০১৮]

২. প্রতিবন্ধিকতার ধরনগুলো সংক্ষেপে আলোচনা কর।

অথবা, প্রতিবন্ধীর শ্রেণিবিভাগ লিখ ।                [জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৯]

 

 

 

বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ  সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।

 

এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)। 

Download our mobile application

Join our youtube channel

Join our study group

Join our Facebook page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.