National University Hons 2nd Year Short Suggestions Of Political Science Department
Are you looking for National University Hons 2nd year short suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 2nd year students. Your examination is knocking at the door. Anyway if you can complete this suggestion you can get a minimum 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 2nd Year Political Science Department Subject Political Organization and the Political System of Britain and the United States (subject code: 221909) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 2nd year short suggestion 2024.
You can get Hons 2nd year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)]
Subject Code: 221909
Subject Name: Political Organization & the Political System of UK & USA
রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
অধ্যায় ০১ সংবিধান (Constitution)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ‘Constitution is nothing but the form of government’ – উক্তিটি কার?
[ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
উত্তর: কে.সি, হুইয়ার (K. C. Wheare)
২. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
[জা.বি. ২০১৯ (অনূর্ণ-নন-মেজর)]
উত্তর: সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার। যথা- ১. সুপরিবর্তনীয় সংবিধান ও ২. দুষ্পরিবর্তনীয় সংবিধান।
৩. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার?
[জা.বি. ২০১৪ (ডিগ্রি); ২০১২, ২০১৬ (অনার্স-মন-মেজর)]
উত্তর: সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান দুই প্রকার।
৪. একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোলটি? [জা.বি. ২০১৮ (ডিগ্রি)]
উত্তর: সংবিধান।
৫. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি?
[জা.বি. ২০১৬ (ডিগ্রি); ২০১১ (অনার্স-নন-মেজর)]
অথবা, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?
উত্তর: ৪টি। যথা- ১. অনুমোদনের মাধ্যমে, ২. আলাপ-আলোচনার মাধ্যমে, ৩. ক্রমবিবর্তনের মাধ্যমে ও ৪. বিপ্লবের মাধ্যমে।
৬. বাংলাদেশের সংবিধান কত বার সংশোধন করা হয়েছে?
উত্তর: বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর।
[জা.বি. ২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৮ (ডিগ্রি)। ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪ (অনার্স-নন-মেজর)]
অথবা, সংবিধান প্রণয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি :
১. সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
[জা.বি. ২০১২, ২০১৬ (অনার্স-নন-মেজর); ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
অথবা, বাংলাদেশের সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অধ্যায় ০২ সরকারের প্রকারভেদ (Forms of Government)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
প্রাথমিক ধারণা
১. Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?
[জা.বি. ২০১১ (অনার্স); ২০১৫ (অনার্স-নন-মেজর); ২০১৭ (ডিগ্রি)]
অথবা, এরিস্টটলের মতে, সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: পলিটি (Polity) বা মধ্যতন্ত্র।
২. একনায়কতন্ত্র কি? [জা.বি. ২০১৪ (অনার্স-নন-মেজর)]
উত্তর: যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত থাকে তাকে একনায়কতন্ত্র বলে।
৩. একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ। [জা.বি. ২০১১ (অনার্স-নন-মেজর)]
উত্তর: একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো- ১. কেন্দ্রীয় সরকারের প্রাধান্যতা ও ২. একক আনুগত্যতা।
আধুনিক গণতন্ত্র
৪. সংসদীয় গণতন্ত্রের জনক কে? [জা.বি. ২০১১, ২০১৩, ২০১৯ (অনার্স-নন-মেজর)]
অথবা, আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক জন
৫. গণতন্ত্র (Democracy) শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক শব্দ ‘Demos’ এবং ‘Kratia’ বা ‘Kratos’ থেকে।
৬. গণতন্ত্রের বিপরীত রূপ কি?
[জা.বি. ২০১৪, ২০১৮ (ডিগ্রি); ২০১২ (অনার্স-নন-মেজর)]
উত্তর: স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত রূপ।
৭. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার”- উক্তিটি কার? [জা.বি. ২০১৫ (ডিগ্রি); ২০১০ (অনার্স), ২০১২, ২০১৪, ২০১৯ (অনার্স-নন-মেজর)]
অথবা, “Democracy is a government of the people by the people and for the people.”-উক্তিটি কার?
উত্তর: আব্রাহাম লিংকন-এর।
৮. “Flectorate is the main basis of Representative democracy” উক্তিটি কার? [জা.বি. ২০১৯]
উত্তর: অধ্যাপক উইলোবি-এর।
৯. নাৎসিবাদের জনক কে? [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৬ (অনার্স-নন-মেজর)]
উত্তর: নাৎসিবাদের জনক এডলফ হিটলার।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. এরিস্টটল কিভাবে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
অথবা, সরকার কাকে বলে? [জা.বি. ২০১১, ২০১৫ (অনার্স-নন-মেজর)]
অথবা, এরিস্টটলের সরকার শ্রেণিবিভাগ সম্পর্কে লিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
২. গণতন্ত্র কী? [জা.বি. ২০১৮]
অথবা, গণতন্ত্র বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি :
১. একনায়কতন্ত্র কাকে বলে? গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, গণতন্ত্র কী? গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে বৈসাদৃশ্য দেখাও।
[জা.বি. ২০১১, ২০১৩, ২০১৮ (অনার্স)]
মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকার
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১০. সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম কি?
[জা.বি. ২০১৮ (ডিগ্রি); ২০১১ (অবর্গ-নন-মেজর)]
উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা/ দায়িত্বশীল সরকার।
১১. সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে?
[জা.বি. ২০১৪, ২০১৬ (ডিগ্রি): ২০১১, ২০১২ (অনার্স-নন-মেজর)]
অথবা, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
উত্তর: সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
১২. কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে?
অথবা, কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
[জা.বি. ২০১৫ (ডিগ্রি); ২০১১ (অনার্স-নন-মেজর)]
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবাল :
১. সংসদীয় সরহামের অতিপয় বৈশিষ্ট্য লিখ।
[জা.বি. ২০০৭, ২০১৪ (ডিগ্রি): ২০১২ (অনার্স-নন-মেজর)]
অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার বৈশিষ্ট্যসমূহ লিখ।
২. রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে?
অথবা, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি :
১. সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম-ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১০, ২০১২, ২০১৩ (অনার্স-নন-মেজর)]
২. সংসদীয় সরকার কাকে বলে? সংসদীয় সরকারের দোষ-গুণ আলোচনা কর।
[জা.বি. ২০০৫, ২০০৯ (ডিগ্রি); ২০১৩, ২০১৫ (অনার্স-নন-মেজর)]
অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? এ সরকারের দোষ-গুণ আলোচনা কর।
এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১৩. এককেন্দ্রীক সরকার কি? [জা.বি. ২০১১ (অনার্স-মন-মেজর)]
উত্তর: যে শাসনব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রীয় সরকার বলে।
১৪. যুক্তরাষ্ট্রীয় সরকার কি?
উত্তর: দুই বা ততোধিক রাষ্ট্র যখন নিজেদের স্বার্থ রক্ষার্থে জাতীয় রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
১৫. “যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ কারণ এর পূর্বশর্ত অনেক” -উক্তিটি কার? [জা.বি. ২০১১]
উত্তর: উক্তিটি কেসি হুইয়ার-এর।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. যুক্তরাষ্ট্রীয় সরকার কি?
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝ? [জা.বি. ২০১৫, ২০১৮ (ডিগ্রি)]
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি :
১. যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য/মূলনীতি আলোচনা কর।
[জা.বি. ২০০৮, ২০১৫, ২০১৬, ২০১৭ (ডিগ্রি): ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ (অনার্স-নন-মেজর)]
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অধ্যায় ০৩ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
(Theory of Separation of Power)
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি?
[জা.বি. ২০০৪, ২০০৯, ২০১৪, ২০১৬, ২০১৮ (ডিগ্রি)। ২০১১ (অনার্স-নন-মেজর)]
অথবা, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি-ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি :
১. সমালোচনাসহ ক্ষমতা পৃথকীকরণ তত্ত্বটি আলোচনা কর।
অথবা, সমালোচনাসহ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা কর।
[জা.বি. ২০১১; ২০১৩ (পাস)]
অধ্যায় ০৪ সরকারের অঙ্গসমূহ (Organs of Government)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি :
১. সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?
[জা.বি. ২০১৪ (ডিগ্রি); ২০১২, ২০১৭ (অনার্স-মন-মেজর)]
অথবা, সরকারের অঙ্গসমূহ কি কি?
অথবা, কোন কোন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়?
উত্তর: তিনটি। ১. আইন বিভাগ; ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।