National University Hons 3rd Year Short Suggestions Of History Department
Are you looking for National University Hons 3rd Year Short Suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 3rd year students. If you can complete this suggestion you, can get a minimum of 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 3rd Year History Department Subject History of Bengal, 1765-1905 (subject code: 231501) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 3rd year short suggestion 2025.
You can get Hons 3rd year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)]
Subject Code: 231501
Subject Name: History of Bengal (1765-1905)
বাংলার ইতিহাস (১৭৬৫-১৯০৫)
অধ্যায় ০১ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈতশাসন (Acquisition of Dewani by the East India
Company and the Dual Administration)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. লর্ড ক্লাইভ কে ছিলেন? [জা.বি. ২০১৪]
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন।
২. চিরস্থায়ী বন্দোবস্ত আইন কবে প্রবর্তিত হয়? [জা.বি. ২০১৪]
উত্তর: ১৭৯৩ সালে।
৩. ১৭৬৫ সাল বাংলার ইতিহাসে কেন বিখ্যাত? [জা.বি. ২০১৯]
উত্তর: দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণে।
৪. দ্বৈত শাসনব্যবস্থা কত সালে প্রবর্তিত হয়েছিল? [জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৯]
অথবা, বাংলার দ্বৈত শাসন কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: বাংলার দ্বৈত শাসন ১৭৬৫ সালে প্রবর্তিত হয়।
৫. কত সনা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করা হয়?
[ঢা. বি. (অধিভুক্ত) ২০১৬]
উত্তর: দশ সনা।
৬. ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? [জা.বি. ২০১৩, ২০১৬]
উত্তর: ভারতের প্রথম গর্ভনর জেনারেল এবং দ্বৈতশাসন বিলুপ্তকারী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
১. অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর। [জা.বি. ২০১২, ২০১৬]
অথবা, লর্ড ওয়েসেলির অধীনতামূলক মিত্রতা ব্যাখ্যা কর।
অধ্যায় ০২ কোম্পানির শাসনামলে ব্রিটিশ বিরোধী আন্দোলন (Movements Against the British During the Company’s Rule)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? [জা.বি. ২০১৭]
অথবা, কে ফকির-সন্ন্যাসী বিদ্রোহের শ্রেষ্ঠ নেতা ছিলেন?
উত্তর: ফকির মজনু শাহ।
২. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের দু’জন নেতার নাম লিখ। [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৯]
উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতা হলেন ফকির মজনু শাহ্ ও ফকির বলাকী শাহ্।
৩. বলাকী শাহ কে ছিলেন? [ঢা.বি. (অধিভূক্ত) ২০১৭, জা.বি. ২০১৫, ২০১৯]
উত্তর: ইংরেজদের বিরুদ্ধে যে সকল ফকির নেতা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে বলাকী শাহ অন্যতম।
৪. নীলদর্পন গ্রন্থটির রচয়িতা কে? [জা.বি. ২০১৫]
উত্তর: দীনবন্ধু মিত্র।

৫. বাংলার কোন অঞ্চলে পাগলপন্থি আন্দোলন শুরু হয়? [জা.বি. ২০১৬]
উত্তর: শেরপুর ও জামালপুর অঞ্চলে।
৬. আগা মোহাম্মদ রেজা কে ছিলেন? [ঢা.বি. (অধিভুক্ত) ২০১৬]
উত্তর: ফকির সন্ন্যাসী আন্দোলনের একজন নেতা।
৭. তিতুমীরের ‘বাঁশের কেল্লা’ কোথায় অবস্থিত?
[ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭; জ.বি. ২০১৫]
অথবা, তিতুমীরের বাঁশের কেল্লার অবস্থান ছিল কোথায়?
উত্তর: কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায়।
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।