National University Hons 3rd Year Short Suggestions Of Islamic History and Culture Department
Are you looking for National University Hons 3rd Year Short Suggestions? You are in the right place. Our experienced teacher makes the best short suggestion for NU Honors 3rd year students. If you can complete this suggestion you can get a minimum of 70-80% Questions common.
In this article we will discuss Approaches to the NU Hons 3rd Year Islamic History and Culture Department Subject History of the Muslims in Persia and Central Asia (13th – 18th century) (subject code: 231601) short suggestion. This suggestion is divided in part : A, Part : B and Part : c.
Stay with ZanoBD for getting more suggestions for NU Hons 3rd year short suggestion 2025.
You can get Hons 3rd year all subject suggestions in our mobile application. (Download now)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৪/২৫)]
Subject Code: 231601
[History of The Muslims in Persia & Central Asia (13th-18th Century)]
পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৩শ-১৮শ খ্রি. পর্যন্ত)
অধ্যায় ০১ মোঙ্গল বংশ (Mongols)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. তিমুচীন শব্দের অর্থ কি? [জা.বি. ২০১৩, ২০১৭]
উত্তর: তিমুচীন শব্দের অর্থ কঠিন ইস্পাত।
২. কুবলাই খানের শাসনকাল উল্লেখ কর। [জা.বি. ২০১৭, ২০১৯]
উত্তর: ১২৫৯-১২৯৪ খ্রিস্টাব্দ।
৩. কুবলাই খান কত বৎসর রাজত্ব করেন? [ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭; জা.বি. ২০১৪] অথবা, কুবলাই খান কত বছর রাজত্ব পরিচালনা করেন?
উত্তর: কুবলাই খান পয়ত্রিশ বছর রাজত্ব করেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
১. ইউয়ান বংশের পরিচয় দাও। [জাবি ২০১৮]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters যে কোনো বর্ষের সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
অধ্যায় ০২ ইলখানি বংশ (Ill Khans)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. ছোট খান কার উপাধি? [জা.বি. ২০১৬]
উত্তর: হালাকু খান-এর।
২. হালাকু খান কখন বাগদাদ আক্রমণ করেন? [জা.বি. ২০১৬, ঢা.বি. ২০১৬]
অথবা, কত সালে বাগদাদ নগরীর পতন ঘটে?
উত্তর: ১২৫৮ সালে।
৩. গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? [জা.বি. ২০১৪, ২০১৮]
উত্তর: হাসান বিন সাবাহ।
৪. “পর্বতের বৃদ্ধ” ব্যক্তির নাম লিখ। [জা.বি. ২০১২, ২০১৬; ঢা.বি. (অধিভুক্ত) ২০১৬]
উত্তর: হাসান বিন সাবাহ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
১. আইনই জালুতের যুদ্ধের ফলাফল লিখ।
অথবা, আইন-ই-জালুত যুদ্ধের ফলাফল কি? [জা.বি. ২০১৫, ২০১৭, ২০১৯]
২. গুপ্তঘাতক সম্প্রদায়ের উপর টীকা লিখ। [জা.বি. ২০১৫, ২০১৮]
অধ্যায় ০৩ মুজাফ্ফরী বংশ (Muzaffarids)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. কে মুজাফফারী বংশ প্রতিষ্ঠা করেন? [ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
উত্তর: আমীর শরাফুদ্দিন মুজাফফার।

২. মুজাফফরী বংশ কত বছর রাজত্ব পরিচালনা করে? [জা.বি. ২০১৬, ২০১৯]
উত্তর: মুজাফফারী বংশ ৮০ বছর রাজত্ব পরিচালনা করে।
অধ্যায় ০৪ জান্দ বংশ (Jands)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
১. জান্দ বংশের কতজন শাসক ছিলেন? [জা.বি. ২০১৪, ২০১৯]
উত্তর: ৭ জন।
বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে প্রতিবছরই বোর্ড প্রশ্ন থেকে ৭০-৮০% প্রশ্ন কমন হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই এই শর্ট সাজেশনে রেখেছেন । কাজেই তুমি যদি এই প্রশ্নগুলো ভালভাবে আয়ত্ব করো তবে পরীক্ষায় ৭০-৮০% প্রশ্ন কমন পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree, Honours. Masters এর সাজেশন্সসহ বিগত সালের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন।
এখানে আমরা শুধুমাত্র কয়েকটি অধ্যায়ের সাজেশন্স তুলে ধরেছি, এই বিষয়ের বাকি অধ্যায়গুলো সহ পূর্ণাঙ্গ উত্তরসহ সাজেশন এর পিডিএ ফাইল পাওয়ার জন্য এখনই যোগাযোগ করো: 01826-756240 (হোয়াটসঅ্যাপ/ইমু/টেলিগ্রাম)।